স্মৃতি মনখারাপ বিষাদ নিয়ে ক্যাপশন ফেসবুক স্ট্যাটাস দুই লাইনের কবিতা
যেসব দিন আমরা ফেলে এসেছি অথবা যেসব দিন পেরিয়ে গেছে বহু আগেই কিন্তু ভালো খারাপ যাই হোকনা কেন সেসব স্মৃতি আমাদের সাথে থেকেই যায় বহুকাল। সেসব স্মৃতির মধ্যে কিছু আবার মন খারাপের নইলে বিষাদের আবার ভালো আনন্দের স্মৃতিও থাকে যা আমরা কখনই ভুলতে পারিনা। যেমন প্রথম প্রেম, প্রথম চুমু অথবা প্রথম ভেঙ্গে যাওয়া প্রেম সবকিছুই একটা মানুষের জীবনে একবার না একবার হলেও এসেছে। সেভাবেই পুরোনো দিনের স্মৃতি হঠাত ফিরে এলে মন খারাপের কবিতা (mon kharap status) ক্যাপশন কিংবা বিষাদের ফেসবুক স্ট্যাটাস খুঁজে বেড়াই এদিক সেদিক। তো আপনাদের জন্যে এখানে রইলো স্মৃতি, মনখারাপ, বিষাদ নিয়ে বেশ কিছু দুই লাইনের কবিতা যা আপনি বিভিন্ন ছবির ক্যাপশন (caption), ফেসবুক স্ট্যাটাস (fb status) হিসেবে ব্যবহার করতে পারেন।
ফেলে আসা পুরোনো দিনের স্মৃতি নিয়ে কবিতা ক্যাপশন (smriti niye kobita):-
আগুনে পুড়ে যায় শব, চোখের নিমেষে ভস্ম।
স্মৃতিটুকুই তো আঁকড়ে থাকা, জীবন্ত জীবাশ্ম..
স্মৃতি পুড়ে ছাই। চারিদিক ধোঁয়া-
যন্ত্রণা বাসা বাঁধে হৃদয় লাগোয়া…
যতবার ছেড়ে গেছে, ঠিক ততবারই রেখে গেছে ওম…
চিতার আগুনে হাত রেখে থেমে যাওয়া কবির কলম…
পাহাড় সমান ব্যর্থতা… কান্নাও চোখের স্নান…
কবর দিও স্মৃতির সাথে এ নিঃস্ব ছেলের গান।
স্মৃতি তো বহমান। তাকে নিভৃতে পুড়িও…
কান্নাই সে জল, যে জলে ডুবেছে, ডুবুরিও…
ছোঁয়াচে সন্ধ্যে নেমে, এ জ্যোৎস্নার তীরে…
স্মৃতির নকশায় সোয়েটার বুনেছে শরীরে।
কাব্যিক ক্যাপশন
চলে গিয়েও আছে সে। এ মনে আজও তার বাস
যেনো স্মৃতিগাছে এসে জল দেয়। চোখের দুপাশ…
কুয়াশায় ঢেকে যাওয়া আয়নার কাচে,
ভেঙে যাওয়া স্মৃতিদের গুঁড়ো লেগে আছে।
মন খারাপ নিয়ে ফেসবুক স্ট্যাটাস (mon kharap status in bengali):-
শরীর জুড়ে বৃষ্টিপাত। মনখারাপের রঙ মিশে
একলা বসে ভিজছে চোখ। একলা ছাদের কার্নিশে।
কোনো এক ফাঁকা বাড়ির নিঃসঙ্গ ছাদে,
খসে পড়া তারাটিও মুখ বুজে একলাটি কাঁদে।
জেনেছো কতোটুকুই বা, কথা ছাড়া আর চেয়েছি’ই বা কি?
যে ক্ষত চাপা আছে বুকে, তা তোমারও দেখে যাওয়া বাকি…
মনখারাপের বাক্স থেকে আঘাত গুলোই নেবো।
নতুন প্রেমিক ছাড়লে তবে আমার কথা ভেবো।।
দুএক ফোঁটা কান্না ভেজায়।তোর কি দোষ মন?
বুকের ভিতর তো লুকিয়ে রাখা উষ্ণপ্রস্রবণ।
শরীরের ক্ষতগুলো আড়াল করে যে চেয়ে গেলো মাফি…
সে’ই ছিলো তোমার চোখের অরণ্যে হারানো মুসাফির।
যতটা হাতের নাগালে ভাবি তোকে, ততটাই দূরে থাকে আকাশ।
হঠাৎ আমার বুকের ভেতর দিয়ে, তুই থ্রু ট্রেন হয়ে চলে যাস।
আমি হতে পারিনি দেবদাস। তুমিও হতে পারোনি পারো।
আমি ছিলাম যন্ত্রণা। আর তুমি সে যন্ত্রণার আবিষ্কারক।
উপকূলে আজ মেঘ জমেছে প্রমাণ দিলো দুচোখ।
আকাশ তোমায় রুমাল দিলে আয়নাগুলো মুছো…
রোম্যান্টিক ক্যাপশন
তোমার প্রিয় বান্ধবী আয়নাকে বলে,
আমাকে মুছে দিও চোখের কাজলে।
মন তো বেড়াল নয়। তবু এ বিষাদে, দুর্গম দিনে…
যে রাস্তা ভুলেছ বহুকাল। কিভাবে ফিরে এলে চিনে?
জখমের আড়ালে ঢাকা মেঘ। কেটে যাবে ঠিক’ই…
আজ যদি কথা না বলিস। ঘুমোতে পারবি কি?
মোহ এক আবহসঙ্গীত। তবুও সে শুনে যেতে চায়-
না লেখা চিঠিগুলো পৌঁছেছে আজ, তোর ঠিকানায়।
বিষাদ নিয়ে প্রেমের দুইলাইনের কবিতা (mon kharap):-
আমিও ডুবে যেতে রাজি, আজই…
যদি মন ডুবে যেতে চায়, বিষণ্ণতায়…
খোলা আছে মন, জানলা। লেখা আছে নাম…
বুকের ওপর এসে থেমে যাওয়া বিষাদের ট্রাম।
আলেয়ার আড়ালে জীবন। শুধু স্বপ্নে রঙিন…
পৃথিবী মায়াময়। আজ স্রেফ বিষাদের দিন।
শুধু এটুকুই লিখে আজ জানিয়েছি তাকে…
চাই শূন্যের বিলাসিতা আর বিষাদে তোমাকে…
দুঠোঁটে হাসি থাক। ঘুচে যাক বিষাদের দিন…
যেভাবে নিভে আসা শোক আজও প্রচারবিহীন।
টুকরো হওয়া কাচের মত আগলে নিয়ে তাকে,
টিপের কাছে লুকিয়ে রেখো বিষণ্ণ আয়নাকে।
যে হাতে মোহ কাটে, তার বিপরীতে ক্ষতি…
নিদ্রা তো ক্ষণিকের। মৃত্যুই দীর্ঘবিরতি…
এ কুয়াশায় চোখ মুছে। সব অভিমান ভুলে…
আমার মৃতদেহ ঢেকে দিও ছাতিমের ফুলে…
ঘুমহীন দুচোখেই, কোনো এক ভোরে…
তুমি এসে মাথা রেখো আমার কবরে।
ব্রেকাপ ক্যাপশন
শিরায় রাত কাটে। দেখা হয় ভোরের…
যাদের অপেক্ষা শেষ। তোমার উত্তরের…
কান্না নিষেধ তবু এ জোনাকির শহরে…
ঘুমহীন দুচোখ আজ আড়ালেই পোড়ে।
চোখ তো ভবঘুরেই। দেখে গেছে এসে-
হৃদয় অগোছালো থাকে। শোকসভা শেষে…
শরীরের ক্ষত জুড়ে আল্পনা এঁকে প্রিয়,
তোমাকে খোদাই করে কেঁদেছে ছেনিও….
তুমি চাইলেই লিখে দিতে পারি,
তোমার দুচোখে। মৃত্যুর তারিখ…
কোনো এক ফাঁকা বাড়ির নিঃসঙ্গ ছাদে,
খসে পড়া তারাটিও মুখ বুজে একলাটি কাঁদে।
যন্ত্রণায় পুড়ে যাওয়া আঙুলের ফাঁকে,
সমস্ত ব্যথার ওষুধ যেন সিগারেটে থাকে।
যন্ত্রণার কাঠগুলো হাতে নিয়ে আড়ালে,
ভালোবাসা নিভিয়ে তুমি হৃদয় জ্বালালে।
মাটিতে পুঁতে রাখা যন্ত্রণার ধ্বনি,
তুমি এসে দেখে গেছো। খনন করোনি।
বাংলা দুই লাইনের কবিতা status:-
কথার ভেতর বিষের মতো মিশিয়ে দিলে কফি,
রাত জাগে সব শবদেহরা, ঘুমিয়ে থাকে কফিন…
হারের থেকেও হার না মানার জেদ যাদেরই বেশি
বাইরে তারা খুব সাধারণ। ভেতর ভেতর মেসি…
কত কম কথা হয় রোজ? মেপেছো কি গ্রামে?
আমাদের নীরবতা জল হয়ে চোখ বেয়ে নামে…
একাকী মানুষের গায়ে লেগে থাকা বিষাদেরা জানে…
তার পাশে শূন্যতা আছে বলেই আজও শূন্যতা নেই।
এসোনা এই বাগানে আর। এসোনা এ হৃদয়ে, কাছে…
দিওনা হাত তাতে, যেদুটো বিরহী ফুল, ফুটে আছে গাছে…
আরো কিছু >> দুই লাইনের কবিতা
অতীতের জমানো ঘুম। এ দুচোখেই পোড়ে
ডানাহীন পাখিদের ছায়া হয়ে অন্ধের শহরে।
ঠোঁট দিয়ে ছুঁয়ে দেখো দুচোখের ক্ষত।
যাতে নেমে আসে ঘুম। ম্যাজিকের মত।
পরিহাস বোঝে যন্ত্রণা। যন্ত্রণা বোঝে সে, হারিয়েছে যারই।
তোমার স্মৃতিতে ভরে আছে আজও, ফোনের গ্যালারি।
বুকে ভিতর দগদগে ঘা। ঠোঁটে হাসি। আর হাতে রাখা ফুলের তোড়া।
ক্ষতের উপর পরিচিতেরা ছিটিয়েছে নুন। সান্ত্বনা দিয়েছে বহিরাগতরা।
Mon kharap Dui Liner Kobita status:-
দুরত্ব যতোই বাড়ুক, তোর উপর নেই কোনো ক্রোধ..
আমি আজ ভালো আছি, তোকে পোড়াচ্ছে তোর অপরাধবোধ।
এক নিশ্বাস। চোখ বন্ধ। তুমি হাত ছেড়ে চলে গেলে…
কম্পনের তীব্রতা তখনো ধরা পড়েনি কোনো রিখটার স্কেলে।
দাবানল ছড়িয়ে পড়ে,নেভাবে কার সাধ্যি।
হৃদয় আগুন লাগলে, আমি কান্নার সাথ দি।
তোমার পিঠের কবরে লিখে রেখো এপিটাফ…
আমার মৃতদেহের পাশে, ঠোঁটের অটোগ্রাফ।।
মানুষও পথ ভোলে,শেষমেশ ঘরে ফিরে আসে।
তোমাকে দিয়ে যেতে প্রাণ,বেঁচে থাকে জীবন্ত লাশে।
অন্যের হাত ছুঁয়ে যাস তুই।প্রেমিকা হতে পারিনি যেহেতু
পাথরে আঘাত লেগে ফিরে যায় প্রতিধ্বনি। ধুমকেতু…
তুমি ছেড়ে গেলে, হিসেব মেলেনি, অঙ্কের গড়মিলে।
প্রাক্তন আজও গানেই আসে,”ফির লে আয়া দিলে”।
এখনো গুজব রটে, প্রকাশ্যে ঘুরেফেরে আসামীরা…
প্রেমে ডুবে মরেছিলো যারা, কেটেছিলো শিরা।
তোমার কাঁধে বসে ভালোবাসা বলেছিলো কানে কানে,
তোমায় ভুলেছি কতটা? বইয়ের ভাঁজে মৃত গোলাপ জানে।
আমাকে একটু ঘুমোতে দিও, বিছানা পেতে, বুকের পাশে।
আঘাত গুলো শুকিয়ে নেবো,নদীর ধারে, দূর্বা ঘাসে।
চোখের নীচে মরুভূমি। জল নেই। বালি আর ক্যাকটাস।
দু-এক বছর পেছোলে। মনে পড়ে। প্রেম ছিলো একটা।
যাও আজ মেনে নিলাম, ভালোবাসায় বেড়ে যায় আশা।
আমি জানি তুমি বুঝবেনা বোবা পাখিদের ভাষা।
বরফের ঘরে জমে থাকে বেওয়ারিশ লাশ।
তার নীচের জমিতে। কবর।সেখানে আমার বাস।
Mon kharap status, বিষাদ নিয়ে প্রেমের দুইলাইনের কবিতা (Dui Liner Kobita), smriti niye kobita গুলোর মধ্যে আপনি কি খুঁজে পেলেন আপনার পছন্দের ফেসবুক ক্যাপশন ? লেখাগুলো থেকে যদি কোনো লেখা ভালো লেগে থাকে তবে বন্ধু বান্ধবী বা আপনার পরিচিত দের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions
আরো কিছু দুই লাইনের কবিতা – পাহাড় নিয়ে ক্যাপশন