Book summary in Bengali: The monk who sold her Ferrari summary Bengali
Book summary in Bengali:
Book Name: The Monk Who Sold His Ferrari
Author: Robin Sharma. (রবিন শর্মা)
বইয়ের সংক্ষিপ্তসার পড়লেই বইটি পুরো পড়া হয়ে যায় না. তবে সেই বইটি থেকে কিছুটা হলেও রসদ গ্রহণ করা যায়. The Monk Who Sold His Ferrari এমন একটি বই যা আপনি যদি এখন না পরে থাকেন তবে একবার অন্তত পরে দেখুন. বুক সামারি হিসেবে আমি কিছুটা তুলে ধরতে চেষ্টা করলেও আপনি বইটির সমগ্র লাভ পেতে চাইলে জীবন সম্পর্কে বুঝতে চাইলে বইটি কিনে অবশ্যই পড়ুন.
The monk who sold her Ferrari book summary in Bengali
জুলিয়ান নামে এক সফল আইনজীবী ছিলেন. সফলতার সাথে সথে তিনি ছিলেন খুবই বিখ্যাত এবং ধনী একজন মানুষ . যার কাছে একটি সুবিশাল অট্টালিকা একটি প্রাইভেট জেট এবং একটি ফারারি গাড়িও ছিল . তার জীবনে এতকিছু থাকা সত্তেও তিনি তার জীবনে সন্তুষ্ট ছিলেন না. তিনি আরো বিখ্যাত এবং টাকার জন্য দিনে আঠেরো ঘন্টা করে কাজ করতে শুরু করে দেন. যার ফলস্বরূপ তার বিবাহ বিচ্ছেদ ঘটে এমনকি ৫৩ বছর বয়সে তাকে দেখতে ৮০ বছরের বয়স্ক বুড়োর মত হয়ে যায় . একদিন আদালতের অধিবেশন কলা কালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান . তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান তার হার্ট এটাক হয়েছিল . জুলিয়ানের জ্ঞান ফিরলে ডাক্তার তাকে উপদেশ দেন তার চাকরি ছেড়ে যা উপার্জন আছে তা নিয়েই চাপমুক্ত ভাবে শান্তিতে জীবন কাটাতে .
The Monk Who Sold His Ferrari বইটির বাংলায় বুক সামারি
এ কথা শুনে সে কিছুটা অবাক হয়ে যায়. এবং তা মেনে নিতে তার কিছুটা সময় লেগে যায় . তারপর ধীরে ধীরে সে তার ভুল বুঝতে পারে. একদিন সকালে সে তার সবকিছু বিক্রি করে ফেলে তার সুবিশাল বাড়ি প্রাইভেট জেট এবং ফারারি গাড়িটিও . সমস্ত কিছু বিক্রি করে সে জীবনের আসল সত্য অনুসন্ধানের যাত্রায় বেরিয়ে পরে. জুলিয়ান হিমালয় পর্র্তের দিকে রওনা দেয় যেখানে ভারতের সবচেয়ে জ্ঞানী সন্ন্যাসীরা ১০০ বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে. জুলিয়ানের গল্প শোনার পর এক সন্ন্যাসী তাকে তাকে গোপন গ্রামে নিয়ে যায় . জুলিয়ান সেখানে সেই সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করে . জুলিয়ানের উত্সাহ দেহে সন্নাস্য়ীনেতা তাকে জীবনের নীতি গুলো বলার সিদ্ধান্ত নেন এবং জুলিয়ানকে জানান সে যেন সেই নীতি গুলো নিজের কাছেই শুধু না রাখে সে যেন তার এই প্রাপ্ত জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেয়. এরপর তিনি জুলিয়ানকে একটি গল্প বলেন .সেই গল্পটা কোনো সাধারণ গল্প ছিলনা যার মধ্যে লুকিয়ে ছিল আমাদের জীবনের সাত সাতটি নীতি. যার মধ্যে আমি তিনটের কথা বলব বাকিগুলো জানতে ও পুরো গল্পটা জানতে আপনাকে বইটা অবশ্যই কিনে পড়তে হবে.
The Monk Who Sold His Ferrari বইটি আপনি পেয়ে যাবেন Amazon এ
তবে জেনে নেওয়া যাক সে তিনটি নীতি কি কি
নীতি ১ – আমাদের মাইন্ড অনেকটা বাগানের মত যদি সেখানে খারাপ এবং নেগেটিভ চিন্তা প্রবেশ করাই তবে আমাদের চিন্তাও সেরকম খারাপ ও নেগেটিভ ধরনের হবে. কিন্তু আমরা যদি পজিটিভিটি ভালো কাজ দিয়ে আমাদের মাইন্ড কে ভরিয়ে তুলি তবে তা আমাদের চিন্তাভাবনা গুলোকেও একটা সুন্দর বাগানের মত সৌন্দর্জায়িত করতে সাহায্য করবে.
নীতি ২ – আমরা ধনী হই কিংবা গরিব আমাদের সকলের কাছেই ২৪ ঘন্টা থাকে . আর এই ২৪ ঘন্টা সময়কেই কিভাবে ম্যানেজ করলে আমাদের জীবন আরো সুগম হবে তা জানা প্রয়োজন . আমাদের জীবনের সমস্ত সময় যদি কাজ করতে ব্যয় করে দি তবে আমরা জীবনে কখনই খুশি হতে পারবোনা. তাই আমাদের জীবনে আনন্দ ও মজা করে কাটানোর জন্যে কিছু সময় বের করে নেওয়া উচিত .এবং যারা সফল ব্যক্তি তারা তাদের ২৪ ঘন্টা এই সময়টাকে খুব ভালো ভাবে ম্যানেজ করে নেয়. আপনার কাছেও তো ২৪ ঘন্টা আছে আপনি পারবেন না আপনার সময় কে ম্যনেজ করতে?
নীতি ৩ – আমরা সর্বদা অতীতে কি ঘটে গেছে এবং ভবিষ্যতে কি হবে তা নিয়েই ব্যস্ত থাকি. বর্তমান সময়টা উপভোগ করতে পারিনা .কিন্তু আমাদের উচিত বর্তমানে ঘটা মুহূর্তগুলো আনন্দের সাথে কাটানো .সেটা আপনার প্রিয়জন ,বন্ধু বা আপনার পরিবার যে কেউই হতে পারে . আর সময় গুলো এই মুহূর্ত গুলোই আমাদের জীবনের আসল হিরে .
এই রইলো তিনটি নীতি এরকম আরো কিছু নীতি ও শিক্ষা পেতে The Monk Who Sold His Ferrari বইটি পড়ে ফেলুন চটপট. ধন্যবাদ.
আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions
আরো কিছু দুই লাইনের কবিতা – রোম্যান্টিক ক্যাপশন