Breakup sad shayari bengali| Bangla Shayari Sad| বাংলা শায়েরী 2 লাইনে

Breakup sad shayari bengali| Bangla Shayari Sad| বাংলা শায়েরী 2 লাইনে

কিছু কথা এমন থাকে যা হয়ত বলে প্রকাশ করা যায়না। কিছু অনূভুতি আমরা লেখার (shayari bengali) মাধ্যমে প্রকাশ করে থাকি। কিছু লেখা (Bangla Shayari) এমন থাকে যা আমাদের মন কেড়ে নেয়। মনখারাপ  হলে যে লেখা গুলো আমাদের প্রিয় হয়ে ওঠে। সেরকম কিছু লেখা বাংলা শায়েরী (sad bangla shayari) থাকলো আপনাদের জন্যে এই শায়েরী গুলোর মধ্যে থেকে বেছে নিন আপনার প্রিয় শায়েরী কবিতা।

 

Breakup sad Shayari Bengali:-

 

আলো নিভে যায়। ধীরে ধীরে কমে আসে মানুষের ভীড়…

দুহাত খালি হওয়া মানুষের বুকে, ক্ষত, চিরকালই গভীর।

 


 

তুমুল বৃষ্টিতেও ভেজেনি দুচোখ। না পেরেছি ভুলতে সে দৃশ্য…

বছরদুয়েক আগেও ভরা ছিলো দুহাত। আজ থেকে নিঃস্ব।

 


 

যতই কঠিন হোক। আমাকে শেখালে কেউ, শিখে নেবো ঠিক।

তোমাকে ফেরাতে পারে, এ বাড়ির পথে ফের। এমন ম্যাজিক।

 

 

 

ফেসবুক ক্যাপশন


 

Bengali Shayari Sad
Bengali Shayari Sad

 

অপেক্ষাই দীর্ঘ পথ। নাকি দুচোখের ভুল?

তুমি অবহেলা দাও। আর, আমি ভাবি ফুল।

 

 


Bangla Shayari Sad :-

 

মোহের কাছে অন্ধ যে লোক। ভাবে আয়না পেলেই নিস্তার।

শরীর জুড়ে বইছে অনেক নদী। তবুও সে চাইছে তোমায়, তিস্তা…

 


 

বাংলায় লেখা কিছু দুই লাইনের শায়েরী কবিতা 

 


 

bangla shayari breakup
bangla shayari breakup

 

নিখোঁজ হওয়া কোনো নিঃস্ব ছেলে। যাকে সহজ ছিলো ভোলা…

উপেক্ষাদের আড়াল করে কেনো বাড়িয়ে দিলে গোলাপ?

 

 


 

ছবি তো বোবার মতো। টেলিফোনে কথা থেমে আছে শোকে।

ভালোবেসে বিষ দিলে, দিও। কেনো জল দিলে তৃষ্ণার্তকে?

 

 

আরো কিছু দুই লাইনের কবিতা পড়তে ক্লিক  করুন 

 

দুচোখের জমানো ঘুম। পাখি হয়ে উড়ে-

আকাশের জানলা খুলে পালিয়েছে দূরে।

 

 

Breakup sad Shayari Bengali

 

আমাদেরও চোখ খুলে দেখা বাকি। দূরে কিংবা কাছে,
সবার অনুপস্থিতির মধ্যেই সকলে উপস্থিত আছে।

 


 

বাংলায় লেখা এই শায়েরী (Shayeri) গুলোর মধ্যে থেকে আপনার কোনটিকে সেরার সেরা বলে মনে হলো? যদি একটি লেখাও (sad bengali shayari) আপনাদের ভালো লেগে থাকে তবে লেখাগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে #bengalicaptions.com দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ।

আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions

রইলো আরো কিছু দুই লাইনের কবিতা – রোম্যান্টিক ক্যাপশন 

একটি বাংলা ভুতের গল্প- বিল্টুর বাড়ি একরাত