Bengali 2 line poem দু লাইনের কবিতা-bengalicaptions.com
আমাদের মনের ভেতর যে কথা গুলো জমে থাকে হয়ত আমরা কখনো কখনো তা প্রকাশ করতে পারিনা। অথচ যেকোনো কবিতা বা বলতে পারা যায় বিশেষ কিছু কবিতার লাইন Bangla kobita line দুলাইনের কবিতাগুলো অল্প কথায় কি সুন্দর ভাবে তা প্রকাশ করে দেয়। অল্প কোথায় যেন সুবিশাল গভীরতা দেখা যায় এরই ধরনের দুলাইনের কবিতাগুলোর মধ্যে। বাংলায় লেখা দুলাইনের এই কবিতা গুলোকে আমরা কাপলেট কবিতাও Bengali Couplet kobita বলে থাকি। Bengali Two Line Poem এই লেখা গুলো যদি ভালো লেগে থাকে তবে বাংলা ক্যাপশন Bengali Caption দুলাইনের ক্যাপশন হিসেবে caption for fb dp instagram এ ব্যবহার করতে পারেন। অনেকেই তাদের Whatsapp status বা Fb status এ বিভিন্ন কবিতা Bengali two line shayari শেয়ার করতে পছন্দ করেন bengali 2 line caption bangla caption for whatsapp status এ দেওয়ার জন্যে নিচে রইলো বাংলায় লেখা বেশ কিছু দুলাইনের কবিতা Bengali Two Line Poem for caption.
Bengali 2 line poem দু লাইনের কবিতা
তোমার মতোই শান্ত। তোমার মতোই তার জেদ-
হঠাৎ তোমায় কুড়িয়ে পেয়ে স্মৃতির খননকার্যে…
স্মৃতির আঙুল ছুঁড়ে ফেলে ব্যথাদের ঝিলে,
এসো আজ নৈশভোজ সারি ঘুমের টেবিলে।
আধখোলা চুল। হাওয়ায় ভাসে।
প্রতি পৌষেও যেন বসন্ত আসে।।
দীর্ঘ প্রতিক্ষা। অসমাপ্ত কথা। অজান্তেই পেছনে ফিরি।
পারলে উঠে এসো।মনের প্রবেশপথে, বাইরে দিয়ে সিঁড়ি।
রন্ধ্রে রন্ধ্রে তুমি এখনো আছো মিশে।
গাছ থেকে পেড়ে আনা যন্ত্রণার হিসেবে।।
মনের ভেতর অস্পষ্টতা। জানলা খুলে চেয়ে থাকি।
অন্ধকারের সঙ্গী কেবল ফিরতি পথের জোনাকি।
টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions
দাবানল ছড়িয়ে পড়ে,নেভাবে কার সাধ্যি।
হৃদয় আগুন লাগলে, আমি কান্নার সাথ দি।
কে যেন আজও তার পাশাপাশি হাঁটে,
আলোতে লুকিয়ে রাখা অন্ধ ভাড়াটের…
Bengali Two line Poem Bengali Couplet Kobita বাংলা দু লাইনের কবিতা Bangali 2 line Poem
তবুও এখনো বুঝিনি আমরা দুজন কে কার?
তুমি আমি হেঁটেছি একই পথে। সমান্তরাল সরলরেখার…
সেরা কিছু বাংলা ক্যাপশন
নেশা কেটে গেছে ভোরেই। মোহ, না…
এ বৃস্তিত বুকে আজও তুই’ই মোহনা।
এ জন্মে তো হলিনা আমার। আগের জন্মেই বা কার ছিলি?
সেসব কথাই জানতে চাই। আমি, পাহাড় ও দার্জিলিং…
তোমার বন্দরেই থেমে আছে আজ-
অবসাদে ডোবা, এ নাবিকের জাহাজ..
চলে যেতে হবে ফের। স্রেফ এটুকুই বলে যাবো, শোনো…
তোমার হৃদয়ের আড়ালেই আছি। খুঁজে দেখেছো কখনো?
ডায়েরির ভাঁজে আজও রাখা আছে তোলা…
দুঠোঁটে বিষ মেখে যতবার শানিয়েছো গোলাপ।
মন থেকে মন যাচ্ছে দূরে। একলা হওয়ার পরও…
তবু এ হৃদয়েই চাইছি তোমার জরুরি অবতরণ…
এক বুক অভিমান জমে আছে যার-
তুমি তাকে ভালোবেসে ডেকেছো পাহাড়।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর-
হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর…
ধীরে ধীরে কমছে কথা, ব্যথার পিঠে হচ্ছি সওয়ার
তুমি কি দেখতে পেলে, কাকে বলে উধাও হওয়া ?
তোমাতেই মৃত্যু তার। তোমাতেই ফিরে পায় প্রাণ।
মেয়াদ উত্তীর্ণ সব ওষুধই যেমন বিষের সমান।
নিচে রইলো আরো কিছু বাংলা দুলাইনের ক্যাপশন
প্রতি নিঃশ্বাসে কেঁপে ওঠে মন। সবই তোর নোলকের দায়।
তুই ছুঁয়ে দিলে জখমেরা আজও প্রজাপতি হয়ে উড়ে যায়।
এ বুকে একহাঁটু জল। রাত হলে বাড়ে…
নিজেই ডুবে যাই আরও। নিজেকে উদ্ধারে।
অজান্তে মুছে যায় ছবি। কথা কেটে যায় ফোনে…
ঢেউ এসে ছুঁয়ে যায় পা। সমুদ্র সব কথা শোনে…
স্মৃতির আঙুল ছুঁড়ে ফেলে ব্যথাদের ঝিলে,
এসো আজ নৈশভোজ সারি ঘুমের টেবিলে।
পাহাড় নিয়ে ক্যাপশন
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে-
লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে…
কোনও পাহাড়ের বুক চিরে, যদি পারো নিতে-
তোমার দু-হাতে তুলে দেবো হৃদয়। চুমুর কিস্তিতে…
শরীরের ক্ষত জুড়ে আল্পনা এঁকে প্রিয়,
তোমাকে খোদাই করে কেঁদেছে ছেনিও….
চোখ থেকে নেমে,ঠোঁট বেয়ে কান্না গড়ায় চিবুকে।
তুমিতো কবিতাসমগ্র আমার। সেভ করা ই-বুকে।
কি ছিলো তার ঠোঁটের ভাষায়? কি ছিলো তার ওই চোখে?
মাতাল হয়ে কেন সাজিয়ে রাখি, নিজের শবে, ফুলের গুচ্ছকে?
হারের কাছে ক্ষত সে। জেদের কাছে খতরা…
অপমানের গায়ে লেগে থাকা বিষণ্ণ ছত্রাক..
যতবার ছেড়ে গেছে, ঠিক ততবারই রেখে গেছে ওম…
চিতার আগুনে হাত রেখে থেমে যাওয়া কবির কলম…
লেখা থেকে হেঁটে বহুদূর। ঠোঁটে রেখে যাবো হাসি,
দেখা হবে ফের কোনও সন্ধ্যায়। যদি ফিরে আসি…
যেকোনো আর্তনাদ শেষে যতবার থেমে গেছে স্বর-
মানুষ তখনই বোবা। নিজেকে বোকা বানানোর পর…
পিঠপিছে চালিয়েছো ছুরি। আর হত্যায় ঢেকেছো সব, লজ্জা….
তবুও তুমি শিখে উঠতে পারলেনা। আমায় ভাঙার কলকব্জা…
সময় বদলায় দ্রুত। প্রযুক্তি তো সকলেরই প্রিয়…
আধুনিকতার হাতে চিঠি দিয়ে, ফেরেনি কোনও পিওন।
তোমাতেই মৃত্যু তার। তোমাতেই ফিরে পায় প্রাণ।
মেয়াদ উত্তীর্ণ সব ওষুধই যেমন বিষের সমান।
বোবাদের বুকে খোদাই করে, অপেক্ষার জেলে-
স্মৃতির হরফে লেখা আছে কিছু রোদের নভেলে…
গাছেদের আয়ু থেকে কেড়ে নিলে কিতাব,
মানুষের বুকে ধীরে ধীরে সেজে ওঠে চিতা।
জলের শব্দ শুনে খোলা সব চোখ-
পাহাড় কেটে কেটে লেখে ব্যথার স্তবক…
উপকূলে আজ মেঘ জমেছে প্রমাণ দিলো দুচোখ।
আকাশ তোমায় রুমাল দিলে আয়নাগুলো মুছো…
শরীরের ক্ষতগুলো আড়াল করে যে চেয়ে গেলো মাফি…
সে’ই ছিলো তোমার চোখের অরণ্যে হারানো মুসাফির।
অন্ধ গাছেরাও জানে, আঁধারের ইবাদতে, জোনাকির ঘরে-
রোদের করিডর থেকে আলো আসে ছায়ার দফতরে…
হিংসা এক অদৃশ্য পোকা; মানুষের দেহে বাসা বেঁধে, সে-
চিরকালই মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।
মানুষ এক আশ্চর্য জীব। জ্যোৎস্নার গালে-
ভালোবাসা জমিয়ে রাখে। ঘৃণার আড়ালে…
হৃদয়পোড়া ইটে গেঁথেছি মন। তুমি এসে ভেঙে দিলে-
অজান্তেই কত নাম মুছে গেলো। স্মৃতির পাঁচিলে…
সে এক আসমানি ঘোড়া, ফিরে আসে যদি-
তবে তুমি তার চোখ থেকে চেয়ে নিও নদী।
দুটি তারে বাঁধা আছে মন। বেজে ওঠে ঝুমুরের তালে…
পাখিরাও শুনে যায় গান। তুমি এসে দোতারা বাজালে।
মোহ এক আবহসঙ্গীত। তবুও সে শুনে যেতে চায়-
না লেখা চিঠিগুলো পৌঁছেছে আজ, তোর ঠিকানায়।
ব্রেকাপ ক্যাপশন
এ মন সহজে গলেনা আর। যতই তাকে আগলে ধরো…
সে এক বিরাট পাথর। তুমি বরফ ভেবে ভুল করো।
অধিকার তো চাইনি। চাইনি কখনও তাদের মালিকানা।
যে দুটো শঙ্খচিল উড়ে গেলো আজ তোমার ঠিকানায়।
চিঠির গন্তব্য বহুদূর। স্মৃতিটুকু রেখে মনে-
আমাদের নেমে যেতে হয়। পরের স্টেশনে..
আমাদেরও চোখ খুলে দেখা বাকি। দূরে কিংবা কাছে,
সবার অনুপস্থিতির মধ্যেই সকলে উপস্থিত আছে।
পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ‘ট্রাম’ বলে ডাকো।
বয়সের ভার নুইয়ে পড়ে এই পৃথিবীর কোণে,
আমাদের গায়ে ছোপ থেকে যায় বাদামি জীবনের।
এ বুকে নিভে যাওয়া আগুনই,
আজও তোর চোখের জলের কাছে খুনি।
সোহাগের বাসা বেঁধে অন্তরে, রেখেছি তোমায় হৃদয়ের দিকে।
তুমি এসেও ফিরে গেলে, জলের উপর চাঁদ যেমন ক্ষনিকের।
পারলে বুঝে নিও, এ ভাষা বুঝে উঠতে পারেনি কোনো মেশিন্।
সে তোমায় এখনো ভালোবাসে খুব, আগের থেকেও বেশী।
হাসিমুখে জ্বেলেছি রাত। পিছুটানে যেই ফিরে এলো শোক।
স্মৃতির ভেতর ঠোঁট ছুঁয়ে দেয়, ঘুমের দিকে হেঁটে যাওয়া লোক।
কেন আজ তোমার কাছে,
আমার সময় থমকে আছে?
Caption for instagram bangla
হেরে যাওয়ার চিরকালীন প্রথায়, তোমাকে রেখে দিয়ে মনে
জল ঢেলে গেছি ভালোবাসার চারায়, প্রতিটা বৃক্ষরোপণে।
যন্ত্রণায় পুড়ে যাওয়া আঙুলের ফাঁকে,
সমস্ত ব্যথার ওষুধ যেন সিগারেটে থাকে।
যদি ঠান্ডা মগজে ঢেলে দাও বিষ। হিংসার মন্ত্রটুকু বলে দাও কানে।
ঘৃণার কাছে আর কবেই বা ক্ষমতা ছিল? সব মুশকিল আসানের…
আকাশের বুকে হিংসে। পাড়ায় পাড়ায় রটে যায় দুর্নাম।
নিজের অজানা কথাগুলো আজ। দেওয়ালের কাছে শুনলাম।
খুঁজে পেলেন কোন লেখাটি Bengali Caption হিসাবে ব্যবহার করবেন ? কোন লেখাটি সেরা Best bangla Caption হতে পারে আপনার কাছে ?
ছায়া থেকে দূরে। অবসর কোনো এক সময়ের পায়ে।
আমাদের হেঁটে যাওয়া পথ। ঘুম ভেঙে শেষ হয়ে যায়।
ধীরগতিতে বয়ে চলা অপেক্ষার অবসান। শেষে-
সমস্ত নদীর গতিপথই বাড়ির ঠিকানায় এসে মেশে।
যোগ্য জবাবের পর পতনের ভীড়ে
নিজেকে খুঁজে নিও, প্রেমের আবিরে।
স্তিমিত পায়ের শব্দ। বিষাদে মাখা আঁচল। পরনে লাল শাড়ি।
শরীর ঝোলে স্বপ্নের তারে। মাথায় গজিয়ে ওঠে স্মৃতির বাড়ি।
দোতারায় ভেসে ওঠে মুখ। যন্ত্রণাও ফোঁপাতে থাকে।
স্মৃতিগুলো মিশে গিয়ে ভীড়ে, অতীতের ছবি আঁকে।
সমালোচনার ঝড় শুরু হয়। আছড়ে পড়ে কটূক্তির ঢেউ।
আমার পিঠে ঠুকছো পেরেক তুমি। তোমার পিঠে অন্য কেউ।
মৃদু আক্ষেপ ভরে নিয়ে মনে,
তুমি আমি লুকিয়েছি। বিপ্রতীপ কোণে।
ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।
যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো।
নিন্দার ঝড় থেমে যাবে। ভাসিয়ে নেবে বানে।
পতনের ধর্মই নীচে নামা। অহংকার জানে।
অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।
নিঃশব্দে তুমি মারছো যাকে রোজ। ভাঙছে। তবু করছেনা আত্মসমর্পণ।
সময় থেকে খুলে ফেলে রাতের ছিপি,
পাঠোদ্ধারে বসেছি আজ। তোর শিলালিপির।
জমে থাকা স্মৃতির ভাঁজ খুলে, চলো ফিরে যাই অতীতে।
আগুনের ছায়া পুড়তে শেখেনি কখনও।
তুমি তাকে খুঁজতে থাকো আরও। হারিয়ে ফেলার পরেই।
যেভাবে সময়ের সাথে ঝাপসা হয় স্মৃতি।
আজও তুমি ঘুরে বেড়াও, আমার ভেতর, চায়ের বাগানে।
যে তোমাকে গাছ ভেবে শুধু খুঁজেছিলো ছায়া।
মন তো পালিয়েছে বহুদূর আগেই। দূরত্ব বাড়িয়ে…
মানুষ ব্যথা ভুলে বাঁচতে চায়। নতুন সকাল হলে।
আমাকে ভুলতে বর্তমানের কাছে কতটা ভালোবাসা ঘুষ নিস?
তাদের কোনও অনুভূতি নেই? ডুবে যাওয়া ছাড়া।
তুমি ভাবো নিখোঁজ। আমি বিজ্ঞাপন হয়ে ফিরে আসি।
আরো দেখুন >> Sad Bengali Caption
রাত কেটে বুকে তাই বসিয়েছে পাহাড়।
তোমার স্মৃতিতে ভরে আছে আজও, ফোনের গ্যালারি।
আমি ছিলাম যন্ত্রণা। আর তুমি সে যন্ত্রণার আবিষ্কারক।
ভালবাসা প্রেমের ক্যাপশন
তোমার বুকে ঘুরে বেড়ানো, ‘ভালোবাসা’ ছিনতাইবাজ।
Bengali caption for friendship
যেভাবে নিঃসঙ্গ মানুষের ছায়া হয় বন্ধুরা।
আয়নায় তাকিয়ে ছিলাম একদৃষ্টিতে। বিস্ময়ে।
অজস্র যন্ত্রনার গল্প, খাতায় লেখা থাকে কারো কারো।
তুমিতো কবিতাসমগ্র আমার। সেভ করা ই-বুকে।
কাছে এসে দেখো।আমিও কেমন ভালোবাসায় দিচ্ছি শান্।
অতি কষ্টেও ভালো থাকার কৌশল জানি।
চেয়ে দেখো বেঁচে আছি আজও, তোমার দিব্যিতে বেড়ে গেছে আয়ু…
Sad bengali caption for fb
আমি জানি তুমি বুঝবেনা বোবা পাখিদের ভাষা।
তুমি এসেও ফিরে গেছো, সেটা তারা জানতো না।
মনের রেডিওতে বেজে ওঠে গান, মান্না দে’র ।
চোখের কোনে জমছিলো মেঘ, তোমার নামে কুড়িয়ে রাখা ধুলোয়।
দুহাত খালি তাদের। ভালোবেসে বাড়ি ফেরেনি যারা।
দুলাইনের কবিতা ক্যাপশন
তোমার চোখের জলে, শ্যাওলা হয়ে ভাসি।
পাখিদের অভিমান নিয়ে অতীত ফিরে আসে।
সব মিথ্যে গ্রহণযোগ্য। এখানে সত্যি বলা পাপ।
তোমার বহুরূপীতা দেখে আমিও বেশ মুগ্ধ।
সাগরে ডুবে গেলে মন, মৃতদেহ ভেসে যায় ব-দ্বীপে।
কবিতার বেঁধে দেবো ছন্দ,আর তোমার চুলে ফিতে।
বৃষ্টি থামলে হারিয়েই যাবো, আদর কুড়োতে…
তোমায় ভুলেছি কতটা? বইয়ের ভাঁজে মৃত গোলাপ জানে।
পাথরে আঘাত লেগে ফিরে যায় প্রতিধ্বনি। ধুমকেতু…
হৃদয় নিয়ে ছুটেছে বহুদূর, ‘ভালোবাসা’ চোর…
ডেকে এনে ব্যর্থতার পাশে বসিয়েছো যাদের।
প্রিয়জন হারানোর শোক, যে হারায় সেই জানে।
তোমার চোখ খুঁজেছিল যাকে, মন বলছে সে নেই।
Bengali 2 line poem দু লাইনের কবিতাগুলো ভালো লেগে থাকলে আপনার প্রিয় মানুষজনদের সাথে আজকেই Bengali caption for love শেয়ার করে ফেলুন চটপট।
আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions
আরো কিছু দুই লাইনের কবিতা – পাহাড় নিয়ে ক্যাপশন