About Us
আমি দীপঙ্কর দাস। লেখালেখি করতে ভালবাসি। bengalicaptions.com এই ওয়েবসাইটের সমস্ত লেখা আমার নিজস্ব লেখা। কারো যদি এই লেখাগুলো ভালোলাগে তা আমার কাছে অনেক ভালোলাগার ও ভালবাসার। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা যা আমাদের কাছে এক গর্বের বিষয়। বাংলার টানেই লেখালেখি করা শুরু। আমার সেই পুরোনো লেখাগুলো একত্রিত করে বাংলা কবিতা, দুলাইনের কবিতা বা বাংলা ক্যাপশন হিসেবে এই bengalicaptions.com ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের লেখাগুলো ভালোলেগে থাকে তবে শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য় ধন্যবাদ।
Myself Dipankar Das and I love to write.All the articles and writings on this website bengalicaptions.com are my own. If you like the Writings, don’t forget to share. Thank You.
Official Email id- [email protected]