bengali caption for love bengali love caption for fb instagram- bengalicaptions.com

Bengali caption for love Bengali love caption for fb instagram- bengalicaptions.com

bengali love caption for fb dp প্রেমের ক্যাপশন ভালোবাসার ক্যাপশন love caption for fb bangla caption for love in bengali bengali love caption বাংলা ক্যাপশন

 


 

চলে যেতে হবে ফের। স্রেফ এটুকুই বলে যাবো, শোনো…
তোমার হৃদয়ের আড়ালেই আছি। খুঁজে দেখেছো কখনো?


 

প্রতি নিঃশ্বাসে কেঁপে ওঠে মন। সবই তোর নোলকের দায়।
তুই ছুঁয়ে দিলে জখমেরা আজও প্রজাপতি হয়ে উড়ে যায়।


শুনে আসি চলো, যমুনার ধারে-
যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে…

bengali caption for fb dp
Hridoybetare

 

 


 

দুমড়ে মুচড়ে পড়ে থাকে কাগজ। চিঠিরা পিছুটানে ছোটে
শরীর ক্রমে মিশে যায় ছায়ায়। দুটো ঠোঁট নড়ে ওঠে…


 

অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি-
তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল…

bengali caption for love bengali love caption for fb instagram


 

নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে,
আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে…


 

কাছে আসার চেষ্টা। তবুও দূরত্ব বেড়ে যায় মনের…
তুমি তো গ্যালোপিং ট্রেন। দাঁড়াওনা আমার স্টেশনে।


 

ঘুমের থেকে দুহাত দূরে… চোখের মায়ায় জাল বুনে-
তোমায় এবার পলাশ দেবো। এই বসন্তে ফাল্গুনে…

 

আরো দেখুন>> Sad Bengali Caption


 

আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও,
চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।


 

মাঝসমুদ্রে কবেই ডুবে গেছে মন। এখনো খোঁজ মেলেনি জাহাজেরও।
তবুও তোমার চুলের সুবাস পাই। বিকালে যে রাস্তা দিয়ে ফেরো।


 

বইয়ের পাতায় ডুব দেয় ছবি। সোহাগ ঢাকে চাদরে। গোপনে-
গাছের কোটরে তুলে রাখা মন। চুপ করে তোর কথা শোনে।


 

গাছের পাতায় লুকোয় বিকেল। কেইবা আর তার খোঁজ নেবে…
মিষ্টি হাসির আড়াল থেকে বলছি তোমায়, তুমি কি আমায় মন দেবে?


 

আবেগের সুতোয় জড়িয়ে যাক ভালোবাসা। দুটো মন হয়ে যাক চুরি।
সব প্রেমিকের ছাদে আজ এসে পড়ুক, প্রেমিকার নাম লেখা কাটাঘুড়ি।


 

সিঁড়ি ভেঙে নেমে আসতেই, টের পেলে, শরীরের ঘ্রাণে।
আজও তুমি ঘুরে বেড়াও, আমার ভেতর, চায়ের বাগানে।


 

দূরে পালিয়ে কি লাভ?পাশে এসে বোস।
তুইতো শুধু আমার। অন্য কারো নোস।

 


 

তোমার স্পর্শে অনুভূতিরা বৃক্ষ হতে পারে।
ভালোবাসা একপ্রকার চারাগাছ।যত্ন পেলে বাড়ে।


 

কোনো এক বিষাদ ঝড়ে।
তুমি এসে উঠেছিলে।
আমার মনের একচালা ঘরে।

 

আরো দেখুন>> New bengali Caption


 

জামা বেয়ে গড়িয়ে পড়ে শব্দ, ঝুপ করে নদীতে।
কবিতার বেঁধে দেবো ছন্দ,আর তোমার চুলে ফিতে।


 

সারাগায়ে জমেছে আঘাত।এখনো কাটেনি ঘোর…
হৃদয় নিয়ে ছুটেছে বহুদূর, ‘ভালোবাসা’ চোর…


আরো দেখুন>> New bengali Caption

আরো দেখুন>> Sad Bengali Caption

আরো দেখুন>> Bengali 2 line poem

আরো দেখুন>> Anu Kobita