Bengali Breakup Caption ব্রেকাপ ক্যাপশন
দুই লাইনের বিরহের কবিতা
প্রেম ,ভালোবাসা , বিরহ কোন মানুষের জীবনে একবার হলেও আসেনি বলুন দেখি। আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও প্রেম এসেছিল। কাউকে আমরাও একদিন খুব ভালোবেসেছিলাম খুব কাছের করে পেতে চেয়েছিলাম। কিন্তু এক জীবনে সবাই সবকিছুই পেয়ে যাবে এমনটা হয়না। কিছু জিনিস না পাওয়ায় থাকে। একসময় আমরা যাদের ভালোবেসেছিলাম তারা ছেড়ে চলে গেলেও আমাদের জীবনে রেখে গেছে অনেক আবছা স্মৃতি। সবার জীবনের প্রেম যে ভেঙ্গে যায় এমনটাও নয়। অনেকেই এ পৃথিবীতে তাদের প্রিয় মানুষের সাথে ভালো আছে। আর যারা ভালো নেই তারা ভাঙ্গা হৃদয় নিয়েই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। ব্রেকাপের পর আমাদের প্রিয় মানুষটির সাথে কথাও বন্ধ হয়ে যায়। তাকে বলতে চাওয়া কিছু কথা, যা আমরা বলতে পারিনি সেরকম কিছু কথা ,কবিতা ,ক্যাপশন, স্ট্যাটাস খুজতে থাকি এদিক সেদিক। তাই আপনাদের জন্যে রইলো বেশ কিছু দুই লাইনের কবিতা বা Bengali breakup caption। এই দুই লাইনের বিরহের কবিতাগুলো (bengali breakup poem) আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে ব্যবহার করতে পারেন।
Bengali Breakup Caption kobita (ব্রেকাপ ক্যাপশন কবিতা ):-
কাছে আসার চেষ্টা। তবুও দূরত্ব বেড়ে যায় মনের।
তুমি তো গ্যালোপিং ট্রেন।দাঁড়াওনা আমার স্টেশনে।

তবুও এখনো বুঝিনি আমরা দুজন কে কার?
তুমি আমি হেঁটেছি একই পথে। সমান্তরাল সরলরেখার…
এবুকে আজও কেবল বর্ষা নামে। আগে ভরসা ছিলি তুই।
মেয়াদ ফুরোতেই তোর মত বদলে যায় সমস্ত ঋতুই।
তোমাতেই মৃত্যু তার। তোমাতেই ফিরে পায় প্রাণ।
মেয়াদ উত্তীর্ণ সব ওষুধই যেমন বিষের সমান।
স্মৃতির রাজপথে টুকরো করে, দিল…
শিরার ভেতর হেঁটে চলে ব্যথার মিছিল…
নীরবে ভিজেছে চোখ। ভিজেছে দু-গালই,
তোমাকে ভোলার চেষ্টায় জারি রেখে তালিম…
কিভাবে ছাইচাপা দি। ঠোঁটে। নিজের শবে…
আমার মৃত্যুস্লোগান। তোমাকেই তুলতে হবে।
এভাবেই কাটছে সময় দুবেলা শিরার উপর।
আমার এই রক্তস্রোতে দুজনে আস্তে ডুবো…
ব্রেকাপ নিয়ে আরো কিছু দুই লাইনের কবিতা (bengali sad breakup quotes):-
ফিরবোনা বলাই শুধু সহজ। এ এমন টান-
দূরে চলে যাওয়াও দেখি, কাছে আসার সমান।

বিরহে রক্তপাত হয় লুপে, অস্থিরতায় কাটে বাকি রাত…
গান বেয়ে নেমে যায় ব্লেড। আচানক কেটে যায় শিরা…
মন তো যাযাবর। দুচোখে জল নেই প্রায়।
দেখি তুমি মরীচিকা। এ মরু সাহারায়…
এ অঙ্কে কাঁচা খুব চিরকালই। পাচ্ছিনা দশও-
আমাকে করণী ভেবে যতবার করেছো নিরসন…
আমাদের দেখা হবে ঠিক’ই। পৃথিবীর কোনো এক বাঁকে…
যে হৃদয় অস্পৃশ্য ভাবো তুমি। সে মন ছুঁয়েছে তোমাকে…
হতাশা বিষাদপ্রেমী। তবুও ফিরে এসে, কিছুটা-
হৃদয়ে রেখে গেছে বালি। সামুদ্রিক পিছুটান…
পারলে অনুভূতি দিয়ে ঠিক করে নিও,
আমার মতো বাতিল হওয়া পুরোনো রেডিও।
মুঠোর ভেতর থমকে আকাশ। ঘড়ির কাটায় পাপ, বোনা…
সময় যতই বাড়ছে বাড়ুক। তোমার কথা আর ভাববো না…
চেয়ে গেছে এটুকুই। যারা আজীবন শ্রোতা…
দিও ভোলার ক্ষমতা অথবা স্মৃতিদাহ প্রথা।
Bangla breakup caption (ব্রেকাপ কবিতা স্ট্যাটাস):-
ব্লেডের ধার বেয়ে বয়ে যায় নদী। দুচোখে ভেসে যায় তরী।
মোহ তো কেটে যায় সময়ের মতো। শুধু থেমে থাকে ঘড়ি।
আগুন গিলেছে কবেই। শরীরে এখন বরফের চাঁই…
ঘুম তো চুল্লির মতো। দুচোখে এনে জড়ো করে ছাই।
বোবা অন্ধকারের চেয়েও ঘন হয়ে এলো অবসাদ।
আগে তোমার কাছের মানুষ ছিলাম । এখন বাদ।
এ মনের রাস্তা দিয়েই তুমি হেঁটে হেঁটে চলে গেলে দূরে।
এখনো বুকের ভেতর শব্দ পাই। তোমার পায়ের নূপুরের।
মৃদু আক্ষেপ ভরে নিয়ে মনে,
তুমি আমি লুকিয়েছি। বিপ্রতীপ কোণে।
বুকে জমা পাথর এনে, চোখের নীচে বাঁধ দিয়ে।
মন ভাবে তোর কথা, আমাকে বাদ দিয়েই…

আড়ালে আবডালে কত কথা চলে। কত কথা ভেসে আসে জোয়ারে।
ভালোবাসা নাইবা দিলি তুই। ভরসার হাতটুকুই একবার ছোঁয়া রে।
মাঝসমুদ্রে কবেই ডুবে গেছে মন। এখনো খোঁজ মেলেনি জাহাজেরও।
তবুও তোমার চুলের সুবাস পাই। বিকালে যে রাস্তা দিয়ে ফেরো।
পুরোপুরি ভুলে থাকা সহজ নয়। বলে দিও তাকে-
প্রতিরাতে কাঁদার পরেও সে, দোষ দেয় আয়নাকে।
কেন আজ তোমার কাছে,
আমার সময় থমকে আছে?
যন্ত্রণার বাদ্যটি বেজে ওঠে দূরে। তারপর থেমে যায়। জানি…
তোমার দেওয়া আঘাতগুলো ফুল হয়ে, ভরে থাকে ফুলদানি।
তোর চোখে লেখা উপন্যাসের সবটা তুই জানতি,
গল্পের শুরুটা ঠিকই ছিলো। শেষটা মর্মান্তিক।
আরও একটা মন ভেঙে তুমি, তারও-
দু-হাতে তুলে দিলে। ব্যথার স্মারক…
হৃদয়পোড়া ইটে গেঁথেছি মন। তুমি এসে ভেঙে দিলে-
অজান্তেই কত নাম মুছে গেলো। স্মৃতির পাঁচিলে…
দুই লাইনের বিরহের কবিতা (Bangla quotes on broken heart)
বোবার চিৎকার শোনা যায় বুকে। প্রতি রাতে-
এই বুঝি ফিরে এলো সে, যন্ত্রণা হয়ে, সওগাতে…
মনের সড়কে অবরোধ ডেকে, বছরদেড়েক-
পরস্পরের ঠোঁটে আমরা গেঁথে রেখেছি পেরেক…
এক দরজা দিয়ে অন্য দরজায় ঢুকেছ, জেনেই…
তোমার চোখ খুঁজেছিল যাকে, মন বলছে সে নেই।
যন্ত্রণা কাকে বলে সিগারেটে পোড়া মন জানে…
দুরত্ব বেড়েছে, তবু ভালোবাসা আজও টানে।
সীমানার এপারে নদী ওপারে ঝাউবন, মাঝে পড়ে আছে দেহ।
যেভাবে কুরে কুরে খেয়েছিল আমাদের ভালোবাসাকে সন্দেহ।
আড়াল থেকে দেখেছি তোকে, কোনোদিন তো একবারো ছুঁসনি।
আমাকে ভুলতে বর্তমানের কাছে কতটা ভালোবাসা ঘুষ নিস?
ডুবে যাওয়া সহজ। তবুও ফিরে আসি…
তোমার চোখের জলে, শ্যাওলা হয়ে ভাসি।

যেভাবে সময়ের সাথে বদলেছে হাওয়া…
আর সম্ভব নয় তোর কাছে ফিরে যাওয়া।
তাপপ্রবাহে জ্বলছে দেখো তাদের মন,
বৃষ্টি হলে একসাথে ভিজত যে দুজন।
যেদিকে দুচোখ যায় সেদিকেই কান্না। তাদের…
মনের রেডিওতে বেজে ওঠে গান, মান্না দে’র ।
যন্ত্রণা ছাড়া এ জীবনে দিতে পেরেছে আর কিইবা,
বুকে পাথর ঘষে আগুন জ্বালানো তোমার প্রতিভা।
যতটা তাড়াতাড়ি বদলেছ তুমি,ততটা ধীরে বদলায় জলবায়ু…
চেয়ে দেখো বেঁচে আছি আজও, তোমার দিব্যিতে বেড়ে গেছে আয়ু…
আমাদের ভালোবাসা ভেসে ওঠে ঝিলে,
যাকে হত্যা করেছি তুমি-আমি দুজনে মিলে।
তোমার চোখে ডুববো বলে তোমার ঠোঁটেই ভাসি।
তুমি ভাবো নিখোঁজ। আমি বিজ্ঞাপন হয়ে ফিরে আসি।
বিস্ময়ের আলোর সরণী থেকে অবসন্নতার ঘরে,
তুমি তাকে খুঁজতে থাকো আরও। হারিয়ে ফেলার পরেই।
উপরের bengali breakup caption লেখাগুলো থেকে যদি আপনার কোনো দু লাইনের কবিতা ভালো লেগে থাকে তবে আপনি আপনার প্রিয় মানুষের সাথে লেখাটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions
আরো কিছু দুই লাইনের কবিতা – পাহাড় নিয়ে ক্যাপশন আরো কিছু অনুকবিতা