bangla kobita line for caption-কাব্যিক ক্যাপশন বাংলা

Bangla Kobita Line for Caption- কাব্যিক ক্যাপশন বাংলা

আমরা মাঝেমধ্যেই আমাদের পছন্দের বিভিন্ন ছবি ফেসবুক ইনস্টাগ্রাম এ আপলোড করে থাকি। কিন্তু সেই ছবির সাথে মানানসই কাব্যিক ক্যাপশন কিংবা Bangla Kobita Line খুজতে থাকি Caption হিসেবে ব্যবহার করার জন্যে। তো আপনাদের জন্যে রইলো বেশ কিছু fb caption. যা আপনারা kabbik caption হিসেবে fb এবং instagram, fb dp বা আপনার সুন্দর profile picture এর ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন।

bangla kobita caption for dp:-

bangla kobita caption for dp

হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন-
পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন…





 

দূর পাহাড়ে নিঃস্ব ছেলে। কান্না কেবল লোকায়
বৃষ্টিভরা এক মেঘের কাছে। শান্ত উপত্যকায়…


 

একবালিশ ঘুম জমে আছে চোখে। মেঘেদের গালে টোল…
নীরবতা তো জটিল হয় স্রেফ। কথা আজও সহজ, সরল…

বাংলা শায়েরী পড়তে ক্লিক করুন 


 




মন থেকে মন যাচ্ছে দূরে। একলা হওয়ার পরও…
তবু এ হৃদয়েই চাইছি তোমার জরুরি অবতরণ…


 

হারের কাছে ক্ষত সে। জেদের কাছে খতরা…
অপমানের গায়ে লেগে থাকা বিষণ্ণ ছত্রাক…


 

তোমার মতোই শান্ত। তোমার মতোই তার জেদ-
হঠাৎ তোমায় কুড়িয়ে পেয়ে স্মৃতির খননকার্যে…


 

স্মৃতির আঙুল ছুঁড়ে ফেলে ব্যথাদের ঝিলে,
এসো আজ নৈশভোজ সারি ঘুমের টেবিলে।


 

পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ‘ট্রাম’ বলে ডাকো।


 

দুচোখের ক্ষত ঢেকে থেমে যাওয়া ঝড়।
যদি না ফিরেই আসে। বৃথা এ অবসর।


 

জানিনা কিসের এই টান। এ কোনো ম্যাজিক তো নয়
সব স্মৃতি মুছে ফেলি। তবু অতীত আজও বিস্ময়।


  পাহাড় নিয়ে ক্যাপশন 

 

নতুনের মায়া প্রিয়। এতো কোলাহল, রবে…
মানুষও মেতে ওঠে তোমায় ভোলার উৎসবে।


 

মানুষ এক আশ্চর্য জীব। জ্যোৎস্নার গালে-
ভালোবাসা জমিয়ে রাখে। ঘৃণার আড়ালে…


মাকে নিয়ে কাব্যিক ক্যাপশন (kabbik caption for maa):-

 

দুচোখে রাত নামে। ফিরে আসে ভোর-
ক্লান্তিতে আজও আরাম। মায়ের আদর…


caption for maa

উপশম ভেবেছি তোমায়। পৃথিবীকে কোল
তুমি তো শুধু ছায়া নও। মায়ের আঁচল…


 

সুদের ওপর সুদ জমে যোগ হয় আসলে,
ভালোবাসা বাঁধা থাকে মায়েদের আঁচলে।


শ্রাবনের কবিতা sraboner bangla kobita:-

 

কথা কমে আসে ফের। স্মৃতি জমে তারে
শ্রাবণের বিষাদ হয় স্রেফ, বাইশের ভারে…


 

না থামা বৃষ্টিতে, বিষাদের কোণে…
দুচোখে জল জমে। বাইশে শ্রাবণে…






sraboner bangla kobita

গাছেরা দোভাষী। কাঠুরের মনে…
তুমি এলে বৃষ্টি আসে, এ শ্রাবণে…


poem caption for instagram in bengali:-

স্মৃতি থেকে গান হোক। ভালোবাসা, টানে…
শরীরে গোলাপ ঝড়ুক। যুদ্ধবিমানের…


 

 

আবারো খোদাই করে লিখে দিলো ছেনি।
শূন্যতার আজও কোনো দশমিক লাগেনি…


এজীবন তো ক্রিকেট’ই। প্রতি বলে বলে ছয়, চার, নো…
খেলছে সবাই। দেখছি আমি, তুমি, আর জব চার্নক…


টুকরো হওয়া হৃদয়কুচি অল্প নিয়ে ছড়িয়ে দিও ঘাসে,
ভেতরে বিঁধে থাকা আঘাত যেমন বাইরে থেকে হাসে।


এ বুকে মেঘ জমুক । ভিজে যাক চোখের কিনার।
বড়ো হয়ে আমরা কেন প্রকাশ্যে কাঁদতে পারিনা ?

 Romantic caption


 

ঘুমের থেকে দুহাত দূরে… চোখের মায়ায় জাল বুনে-
তোমায় এবার পলাশ দেবো। এই বসন্তে ফাল্গুনে…

 

 


 

সময় থেকে খুলে ফেলে রাতের ছিপি,
পাঠোদ্ধারে বসেছি আজ। তোর শিলালিপির।

 

 


 

poem caption for instagram in bengali

নিন্দার ঝড় থেমে যাবে। ভাসিয়ে নেবে বানে।
পতনের ধর্মই নীচে নামা। অহংকার জানে।


 

ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।
যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো।

 

 


 

বোকাদের কাছে জ্ঞানী… আর বিবেকের কাছে নির্বোধ
নিজেকে ভাঁজ করে তাই আজ, কাগজের মতো ছিঁড়বো…

 

 


 

বয়সের ভাঁজে লুকিয়ে মোহ, স্নেহের আলোকে-
স্পষ্ট হল মুখোশ। আরো এক বিশ্বাসঘাতকের…


 

গাছেদের আয়ু থেকে কেড়ে নিলে কিতাব,
মানুষের বুকে ধীরে ধীরে সেজে ওঠে চিতা।

 


 

বোবাদের বুকে খোদাই করে, অপেক্ষার জেলে-
স্মৃতির হরফে লেখা আছে কিছু রোদের নভেলে…

 


 

বুকের ভেতর দগদগে ঘা। ঠোঁটে হাসি। আর হাতে রাখা ফুলের তোড়া।
ক্ষতের উপর পরিচিতেরা ছিটিয়েছে নুন। সান্ত্বনা দিয়েছে বহিরাগতরা।

 


kabbik caption kobita lines:-

 

 




বিরহে সেতারের সুর। এ এক অস্থির আবহ…
হঠাৎ ফিরে আসা লোক। চিরকাল’ই ভয়াবহ…

 

 


 

অনিদ্রার কাছে রেখে যাবতীয় দেনা, জেগে আছি ঠায়…
যদি কেউ এসে মেলে যায় ঘুম। চোখের বারান্দায়…

 

 


 

 

কোলাহলে ভেঙে যাবে ঘুম। খুলে যাবে দোর-
মানুষের কলরব ফিরে পাবে ঠিক। বিষণ্ণ শহর…

 


 

 

হিংসা এক অদৃশ্য পোকা। মানুষের দেহে বাসা বেঁধে, সে-
চিরকাল মানুষকেই ধীরে ধীরে ধ্বংস করে এসেছে…

 

 


 

অতীতের সব স্মৃতি পুড়িয়ে আগুনে,
কথার নকশা আঁকি নীরবতা বুনে…

 

 


 

মন তো আগন্তুক। জানি চলে যাবে ফের-
তোমার উপকথা লিখে এ ব্যর্থ শায়ের…

 

 


 

 

মুখে আঁটা সেলোটেপ। কথা জমে স্তূপে…
বোবাকে ঠেলেছো খাদে। অন্ধকে কূপে।

 

 ব্রেকাপ ক্যাপশন  


 

 

অপেক্ষা প্রবাহমান। নিশুতি ঘুমের সারি…
রাত জাগা গাছ আজও… সুদূরপ্রসারী।

 

 


 

 

চোখ থেকে নেমে, ঠোঁট বেয়ে, মাটিতে মিশে যাবে-
কয়েকফোঁটা কান্না সহ; মোহ, মায়া, টান, আবেগ…

 


 

সময় বদলায় দ্রুত। প্রযুক্তি তো সকলেরই প্রিয়…
আধুনিকতার হাতে চিঠি দিয়ে, ফেরেনি কোনও পিওন।

 


 

 

এতদিন পর বুঝতে পেরেছি। এই ঢের…
ব্যর্থতায় ফেটে যায় বুক। সাফল্যে নিন্দুকের…

 


 

 

পিঠপিছে চালিয়েছো ছুরি। আর হত্যায় ঢেকেছো সব, লজ্জা….
তবুও তুমি শিখে উঠতে পারলেনা। আমায় ভাঙার কলকব্জা…

 


 

 

যেকোনো আর্তনাদ শেষে যতবার থেমে গেছে স্বর-
মানুষ তখনই বোবা। নিজেকে বোকা বানানোর পর…

 


 

নিঃস্ব আগুনের বুকে জমা রেখে প্রিয় কিছু প্রাণ,
খিদের চৌকাঠ পেরিয়ে শুধু মৃতদেহ চেয়েছে শ্মশান।


 

অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।
নিঃশব্দে তুমি মারছো যাকে রোজ। ভাঙছে। তবু করছেনা আত্মসমর্পণ।


ফেসবুকের জন্য ক্যাপশন fb caption:-

 

শুকিয়ে যাওয়া জখম, স্মৃতি ফেরৎ আসে দাগে…
আমার কথা পড়বে মনে? তাকে আবির দেওয়ার আগে…


 

অপমানে গুন হয় জেদ। হৃদয় কেটে ভাগ করে লোকে…
ব্যর্থতা আমায় ভেঙে যায় রোজ। মৌলিক উৎপাদকে…

 

 


 

এ জীবনে ডাহা ফেল। শূন্যই প্রিয় হয়। শোকে…
আমি যত কম চাই। তত বেশি দিয়ে যায় লোকে।


 

আকাশের চালান কাটে মেঘ। শুধু ছাড় পায় ফিঙে…
রাস্তা তোর হৃদয়গামী হলে। মন রেখে আসি পার্কিং’এ।


 

মেঘের কাছে শিখেছি জেদ। পাখিদের কাছে ওড়া…
আকাশের গায়ে ছুটে যেতে দেখি যত মহীনের ঘোড়া…


 

আবারো তোমায় করছি প্রপোজ। লিখে দুএক লাইন…
এ জীবনে বেকার ছেলের তুমিই ভ্যালেন্টাইন…


 

এ পন্থা চিরকালই সহজ আর কম হয় শ্রমও…
নিজেকে দুভাগ করে দেখি আয়নায় প্রতিসম।


kabbik caption kobita lines

 

যে জোৎস্নায় আলো পায় এ হৃদয়ের গ্রহ…
সে হাসিতেই লেগে থাক, চাঁদের মোহর…


 

যোগ্য জবাবের পর পতনের ভীড়ে
নিজেকে খুঁজে নিও, প্রেমের আবিরে।


 

ব্যর্থতা এক অজানা মহৌষধী। সব মানুষেরই কাছে-
সাফল্য এক পাহাড়ি ফল। ফ’লে থাকে পরিশ্রমের গাছে।


Bangla kobita-line-caption:-

 

আবেগের সুতোয় জড়িয়ে যাক ভালোবাসা। দুটো মন হয়ে যাক চুরি।
সব প্রেমিকের ছাদে আজ এসে পড়ুক, প্রেমিকার নাম লেখা কাটাঘুড়ি।


 

ছায়া থেকে দূরে। অবসর কোনো এক সময়ের পায়ে।
আমাদের হেঁটে যাওয়া পথ। ঘুম ভেঙে শেষ হয়ে যায়।


 

ছাদের কোণে নির্জনতা। সমস্ত শোক পুষে রাখে কাঁধে।
মেঘের শুনানি শেষে। দূরত্বের ভার গ্রাস করে যাদের।

আরো কিছু অনুকবিতা 


 

আকাশের বুকে হিংসে। পাড়ায় পাড়ায় রটে যায় দুর্নাম।
নিজের অজানা কথাগুলো আজ। দেওয়ালের কাছে শুনলাম।


 

যদি ঠান্ডা মগজে ঢেলে দাও বিষ। হিংসার মন্ত্রটুকু বলে দাও কানে।
ঘৃণার কাছে আর কবেই বা ক্ষমতা ছিল? সব মুশকিল আসানের…


 

হেরে যাওয়ার চিরকালীন প্রথায়, তোমাকে রেখে দিয়ে মনে
জল ঢেলে গেছি ভালোবাসার চারায়, প্রতিটা বৃক্ষরোপণে।


 

সোহাগের বাসা বেঁধে অন্তরে, রেখেছি তোমায় হৃদয়ের দিকে।
তুমি এসেও ফিরে গেলে, জলের উপর চাঁদ যেমন ক্ষনিকের।


 

দুটি তারে বাঁধা আছে মন। বেজে ওঠে ঝুমুরের তালে…
পাখিরাও শুনে যায় গান। তুমি এসে দোতারা বাজালে।


 

হিংসা এক অদৃশ্য পোকা; মানুষের দেহে বাসা বেঁধে, সে-
চিরকালই মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।


উপরের লেখা বাংলা কাব্যিক ক্যাপশন Bangla Kobita Line for Caption গুলো থেকে আপনার যদি কোনো লেখা ভালো লেগে থাকে তবে আপনার প্রিয় মানুষ প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী কে শেয়ার করতে পারেন। আপনি চাইলে আপনার facebook caption বা instagram caption হিসেবে বাংলা কবিতার লাইন ক্যাপশনগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions

আরো কিছু দুই লাইনের কবিতা – পাহাড় নিয়ে ক্যাপশন

আরো কিছু অনুকবিতা