চার লাইনের বাংলা কবিতা| ৪ লাইনের কবিতা| Bangla Kobita

চার লাইনের বাংলা কবিতা। যা উপলব্ধি করি তা লিখি। যেটুকু বলতে চাওয়া তা এই কবিতার মাধ্যমেই তুলে ধরা। মনের ভাব প্রকাশ করার কোনো আলাদা উপায় আমার জানা নেই। লিখে যেটুকু সঞ্চয় করতে পেরেছি তা আপনাদের ভালবাসা। তাই বাংলায় লেখা কিছু কবিতার (Bangla Kobita) মধ্যে থেকে আধুনিক কিছু চার লাইনের কবিতা রইলো আপনাদের জন্যে।

লেখা- দীপঙ্কর দাস।


বাংলা চার লাইনের কবিতা:-

রাস্তা ভীষণ কঠিন। ফেরার...
তবু সহস্র লোক চিনিয়ে দিলে আলো।
তোমার দুচোখ ধূলোয় ঢেকে,
এ শহর থেকে হারিয়ে যাওয়াই ভালো।
বুকের উপর এখন কেবল ট্রামলাইনের দাগ
মৃতের কাছে ঝাপসা সব ট্রাফিকেরই আলো
তুমিও জানো যোগের চেয়ে সহজ হলো ভাগ
তবুও সে তোমার পাড়ায় দাঁড়িয়ে ছিলো কালও
সীমানা তো চিরকাল মানুষের বাধা
তবু তুমি তার বুকে নামিয়েছো সেনা
জেনো কাঁটাতার পেরোতে আজও...
পাখিদের কখনো অনুমতি লাগেনা।
কাজলেই উপশম। দুচোখের ক্ষত।

এ হৃদয় কেটে তুমি করেছো দুভাগ

কথা তো আজীবন চাবুকের মতো

নীরবতার পিঠে এসে বসিয়েছে দাগ

৪ লাইনের কবিতা:-

জানলায় মেঘ জমে। বৃষ্টিতে ধুয়ে যায় শোক
বোবা পাথরের বুকে, ক্ষত এঁকে দেয় ছেনি...
ফিরে আসার সময় দেখা সেই ছলছলে চোখ
বলতে চেয়েছে কতোকিছু তবু বলতে পারেনি
ছোট কবিতা স্ট্যাটাস
দুচোখের ঘুম আজ কিভাবে জুড়ি?
কিভাবে কাটাই এই বিষাদের রাত?
দেখি,
একা নিশ্চুপ এসে বসে আছে ছুরি
শিরাও বন্ধুর মতো বাড়িয়েছে হাত
 
আকাশে কারা যেন সাজিয়েছে সেনা
মেঘ তুমি আজ ফের কাণ্ডারী সাজো
এ রাস্তাও বহুদুর। সেই কবেকার চেনা...
তবু সে খালি হাতে ফিরে আসে আজও।

 

এ মন থেকে বহুদূর চলে গেছো যেই
বিষাদের ঘোরগাড়ি দ্রুত ছোটে আরো
এ হৃদয়ে কোনো জেব্রাক্রসিং নেই,
যাতে তুমি সাবধানে পার হতে পারো...
শরৎ চলে যায় দূরে জাহাজের বাঁশি
সোয়েটারে কুয়াশা ভুল করে বোনা
বিষাদ গিলে নিলে যেকোনো মাস'ই
চিরকাল যন্ত্রণাময়। চিরকাল'ই নোনা
বেরঙিন ব্যথার পাশে মেঘের ঝালর...
মিঠে আলোয় দূর্বা ঘাসে উড়ছে ফড়িং
দেখো মন ভাসছে জলে চাঁদের আলো
তোমার ওই গালেই দুঠোঁট নোঙর করি
যেসব স্মৃতি পুড়ছে কেবল অক্টোবরের রোদে
তার দুপাশে ঘনিয়ে আসে কাজলকালো মেঘ
ঘড়ির কাঁটা সময় ঝরায় আঙুল খসলে তারায়
বৃষ্টি শুধুই ভাঙার পরে টুকরো হওয়া আবেগ
বাংলা কবিতা বিরহের
এই উঠে চলে যাবো, ভেবে ভেবে ভোর-
ঘুমের কাছে জড়ো করি খড়কুটো, ঘৃণা...
ব্যর্থ পথিকের বুক জুড়ে খুঁড়ে রেখে কবর
স্মৃতির ভেতর বসে থাকি, বেরোতে পারিনা
নীরবে দুলে ওঠে স্মৃতি। তা থেকে ভয়
চিৎকার শুনে কান ফেটে যায় রোজ'ই
গোলাপের পাপড়ি ছিঁড়ে সারা ঘরময়
আমাকে কেটে ফেলে ছড়ানো সহজ...
চলে গেলে সবটুকু নিয়ে চলে যেতে হয়
অবহেলার কাছে ঘৃণা রেখে যেতে নেই
উপেক্ষার আগুনে তুমি ঘি দিতে থাকো,
জেদ সারা শরীরে আরও ছড়িয়ে যাক।
তোমাকে সযত্নে রেখে বিলিয়েছি ঘুম
ব্যর্থতা'র জানলায় ফিরে আসে চাঁদ
এই বসন্তও যেন হারানোর'ই মরশুম
ক্লান্ত রাতের বিনিময় গিলি অবসাদ
পাখিরা ঘুমোয় ঠোঁটে সব মৃত গাছেদের শোকে
যতদূরেই চোখ যায় ঠিক ততদূর সকলেই খুনী
ঈশ্বরও লিখেছেন চিঠি দুষে পাহাড়ের ভাগ্যকে
আকাশের বুক ফাটে। মেঘেদের করতালি শুনি
কেটেছো হৃদয়গাছ, প্রতি কুড়ুলের ঘা'এ
অযথা কেটেছো কথা, প্রতিবারই ফোনে
আর্তনাদ চাপা দিলে, নীরবতা শোনা যায়
একলাটি বসে কাঁদে যারা মনের উঠোনে
চোখে চোখ রেখে কেটে গেছে মেঘ।
কেটে গেছে তোমাকে হারানোর ভয়...
এ শহরের বুকে নামা বৃষ্টির আবেগ,
তোমার দুহাতে আজ সঁপেছে হৃদয়।
এ বুকের মাঝে কোনও বারান্দা নেই
তুমি এসে আলো জ্বেলে যাও রোজ
ঘুমের মন্ত্রটি বলে দিলে কানে কানে
তোমাকেও আজও ভুলে থাকা সহজ

 

bengalicaptions.com আমাদের এই ওয়েবসাইটে বাংলা কবিতা ,ক্যাপশন, যা আপনি আপনার ফেসবুকে ক্যাপশন হিসেবে #bengalicaptions.com দিয়ে ব্যবহার করতেই পারেন। উপরের ৪ লাইনের লেখা এই বাংলা কবিতা গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।

আমাদের টেলিগ্রাম চ্যানেল – Bengalicaptions

আরো কিছু দুই লাইনের কবিতা – কাব্যিক ক্যাপশন

আরো কিছু দুই লাইনের কবিতা